মুরাদনগরে আসিফ সমর্থকদের ওপর হামলা
কুমিল্লার
মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ
সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদরের আল্লাহ চত্বর
এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা আসিফের সমর্থক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আহত ব্যক্তিদের মধ্যে একজন ইউপি সদস্যের অবস্থা গুরুতর। বিএনপি নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ হামলায় আহত ব্যক্তিদের। যদিও মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেছেন, তাদের নেতা-কর্মীদের ওপর আগে হামলা চালানো হয়েছে। তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতা-কর্মী ও নাগরিক সমাজের সমর্থকেরা উপজেলা সদরের আল্লাহ চত্বর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এ সময় পাশের জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।’
হামলায় গুরুতর আহত ইউপি সদস্য শেখর বলেন, ‘সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। আমাকে মারধর করে মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়।’
মুরাদনগর
থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান বলেন, ‘বিকেলে এনসিপির একটি কর্মসূচি চলাকালে
হঠাৎ করে কিছু লোক ইট-পাটকেল ছুড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
