ফেনীতে দুই হাজার পরিবারকে রান্না করা খাবার দিলো এবি পার্টি

ফেনীতে দুই হাজার পরিবারকে রান্না করা খাবার দিলো এবি পার্টি

প্রেস বিজ্ঞপ্তি: বন্যায় বিপদগ্রস্ত ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ১২ টি  আশ্রয় কেন্দ্রের দুই হাজার  পরিবারের মাঝে তিন বেলা রান্না করা খাবার বিতরণ করেছে এবি পার্টি । 


২৭ আগস্ট মঙ্গলবার  সদর উপজেলার  ( শর্শদি বাজার সংলগ্ন ) শর্শদি উচ্চ বিদ্যালয়, শর্শদি বালিকা উচ্চ বিদ্যালয়, দারুল উলুম মাদ্রাসা, শর্শদী মহিলা মাদ্রাসা, শশর্দী  ইউনিয়ন পরিষদ, শর্শদী হাসমত আরা প্রাথমিক বিদ্যালয়, ইকরা মাদ্রাসা, ফতেহপুর স্কুল, মোহাম্মদ আলী স্কুল, জাহানপুর প্রভৃতি আশ্রয় কেন্দ্রে এই রান্না করা খাবার তিনবেলা বিতরন করা হয়।

খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু,  এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক  প্রফেসর মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ আলতাফ হোসাইন, এবি পার্টির সহকারী সদস্য সচিব  এম,  আমজাদ খান,  এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্লাহ টুটুল, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, আহবায়ক  মাস্টার আহসান উল্লাহ, শাহাদাত হোসেন সাজু, শাহ আলম শাহীন সুলতানী,  হাবিব মিয়াজী প্রমুখ। 

এ ছাড়া বিএনপির শশর্দি ইউনিয়ন সভাপতি এড: নজরুল ইসলাম,  শার্শদি ইউনিয়ন জামায়াতে আমীর মাও: ফয়েজ উল্লাহ, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি তারেক ইকবাল মনি, ইউনিয়ন সহসভাপতি মোহাম্মদ উল্লাহ,  সহকারী সেক্রেটারি আলমগীর মোল্লা, মাহমুদ হাসান,  সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল বাবলু প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।