চাঁদা না দেয়ায় দুই শীর্ষ কর্মকর্তাকে পেটালো চবি ছাত্রলীগ নেতা
চবি প্রতিনিধি
চাঁদা না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও নিরাপত্তা কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাজু মুন্সীর বিরুদ্ধে প্রধান প্রকৌশলী ও নিরাপত্তা প্রধান রেজিস্ট্রার বরাবর শারিরীক হেনস্তার অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ আগস্ট) সকাল ৯ টায় অভিযুক্ত রাজু মুন্সী বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মো: আব্দুর রাজ্জাকের কাছে দশ হাজার টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানা হুমকি ধামকি দিতে থাকে রাজু মুন্সী।
নিরাপত্তা কর্মীরা রাজুকে সরিয়ে নিয়ে গেলেও প্রশাসনিক ভবনের সামনে গিয়ে রাজু আবদূর রাজ্জাককে ধাক্কা দেয় এবং মারার জন্য তেড়ে আসে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছৈয়দ জাহাঙ্গীর ফজল কাটা পাহাড় এলাকায় চলমান কাজ পরিদর্শনকালে রাজু মুন্সী তাকে কিল-ঘুষি মারে।
ছৈয়দ জাহাঙ্গীর ফজল বলেন, ‘রাজু মুন্সী প্রথমে কাটা পাহাড় এলাকায় এবং পরে প্রশাসনিক ভবনের সামনে অসংখ্য লোকের সামনে আমাকে মারতে আসে।ক্যাম্পাস এদের কারনে মানসম্মানের সাথে জীবন নিয়ে টিকে থাকা দায়।অযৌক্তিক সব দাবি করে কাজ বন্ধ করে দেয়। প্রক্টরকে এ বিষয়ে অবগত করেছিলাম।'
প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মো: আব্দুর রাজ্জাক বলেন, 'রাজু মুন্সী সকালে এসে আমাদের এক প্রহরী কে বলে তার জন্য চাঁদা রেডি রাখতে। এর ৩০ মিনিট পর এসে আমাকে মারার হুমকি দেয় এবং পরে প্রশাসনিক ভবনের সামনে ধাক্কা মারে। আমি উপাচার্য ও রেজিস্ট্রার কে বিষয়টি জানিয়ে ব্যাবস্থা নিতে বলেছি।'
অভিযুক্ত রাজু মুন্সী বলেন, তারা (প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা) ঘুষ গ্রহণ ও নিয়োগ সংক্রান্ত নানা অনিয়মে জড়িত।আমি এসবের প্রতিবাদ করায় আমার উপর তাঁরা উল্টো অভিযোগ দিয়েছে।
তিনি আরও বলেন,এসব অভিযোগ আমার কাছে কিছু না।সামনে ইলেকশনে আমাকে কাজে লাগাবে সরকার।আমাকে এখন পুলিশ ধরে নিয়ে গেলে হাসিনার এক ফোনে বের হয়ে আসবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন,অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।