ঢাকাস্থ ফেনী জেলা রক্তদান ফোরাম এর আত্মপ্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি, আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ঢাকায় অবস্থানরত ফেনীবাসীর সামাজিক সংগঠন 'ঢাকাস্থ ফেনী জেলা রক্তদান ফোরাম।'
শনিবার রাজধানীর পল্টনে ভোজন রেষ্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ফোরামের আহ্বায়ক করা হয় আবদুর রহিমকে, সদস্য সচিব মোহাম্মদ আজাদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন জনি ও সাইফুল ইসলাম।
ফোরামের আহ্বায়ক আবদুর রহিম এর সভাপতিত্বে ও মোহাম্মদ আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত ইমিরাইটস এয়ারলাইন্সের চীফ ইঞ্জিনিয়ার জনাব সামসুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ও রাজনীতিবীদ মশিউর রহমান খোকন; কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফয়েজ আহমেদ, সমাজ সেবক কামরুল হাসান।
আরও উপস্থিত ছিলেন, কপিল মাহমুদ, মোঃ জুলহাস প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে বিশ্ব মুসলিমের শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবদুর রাজ্জাক।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ঢাকা শহরে "স্বেচ্ছায় রক্তদানে পৃথিবীর সর্বোচ্চ সেবা করতে চান, তাহলে মুমূর্ষু রোগীকে করুন-রক্তদান" স্লোগান কে ধারণ করে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালিত করে আসছিল।
৩০ মার্চ শনিবার দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ফোরাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিনস্ত ৯টি কলেজ ও মহানগর কেন্দ্রীক স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে গঠিত হয় ঢাকাস্থ ফেনী জেলা রক্তদান ফোরাম।