বিশ্ববিদ্যাল শিক্ষকদের সর্বজনীন পেনশনবিরোধী আন্দোলনে বাকবিশিস'র সংহতি
প্রেস বিজ্ঞপ্তি :
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য 'প্রত্যয়’ পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) । একইসাথে ‘প্রত্যয়' স্কিমসহ আরও ৪টি স্কিমের প্রজ্ঞাপন বাতিল ও জনগণের করের টাকায় সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার দাবি জানায় সংগঠনটি।
আজ শনিবার (২৯ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সংহতি প্রকাশ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, পেনশন ব্যবস্থা হলো কোনো দেশের বয়স্ক নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তামূলক একটি মানবিক অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশেই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু রয়েছে। যা নাগরিকদের জন্য সরকারের বাজেট থেকে করা হয়। দুঃখজনকভাবে সরকার সাম্প্রতিক সময়ে ‘সর্বজনীন পেনশন’ চালুর যে ঘোষণা দিয়েছে তা বৈষম্যমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
তাঁরা উল্লেখ করেন, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক বরাদ্দ সীমিত। শিক্ষকদের বেতন খুবই অপর্যাপ্ত। যেখানে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো নিশ্চিত করার কথা ছিল, সেটি না করে উল্টো সর্বজনীন পেনশনের নামে আর্থিক বরাদ্দ সংকোচনের নীতিমালা গ্রহণ করা হলো। যা বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মরতদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ বলে আমরা মনে করি।
শিক্ষক নেতারা বলেন, আমরা এই নীতিমালা বাতিলের দাবি জানাই। একইসঙ্গে এ দাবিতে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন চলছে তার সঙ্গে সংহতি ও পূর্ণ সমর্থন প্রকাশ করছি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানাই। বিজ্ঞপ্তিতে দেশের এমপিওভুক্ত শিক্ষকদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশনের জন্য চাপ দেওয়ার প্রতিবাদ জানানো হয়। সর্বজনীন পেনশন স্কিমের জন্য চাপ প্রয়োগ বন্ধ করে সরকারি শিক্ষকদের ন্যায় চালুর জোর দাবিও জানায় সংগঠনটি।