চবিতে 'একলা চলো রে' এর নতুন কমিটি

চবিতে 'একলা চলো রে' এর নতুন কমিটি

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)ক্যাম্পাসের সামাজিক সংগঠন 'একলা চলো রে'এর নতুন বছরের কমিটি ঘোষণা করা হয়েছে। 


১ ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বার্ষিক সাধারণ সভায় ভোটের মাধ্যমে নতুন বছরের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়।


২০২৪-২৫ সালের কমিটির সভাপতি নির্বাচিত হন শিক্ষা ও গবেষণা অনুষদের ২১-২২ সেশনের শিক্ষার্থী পিয়াল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানভীন কায়েস লিওন, সাংগঠনিক সম্পাদক শিক্ষা ও গবেষণা অনুষদের ২১-২২ সেশনের আইয়ুব আলী এবং প্রকাশনা ও প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন রিদওয়ানউল্লাহ কাফি তানভীর।


একলা চলো রে' ২০১৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আশেপাশে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখাসহ বিভিন্ন সহায়তা ও বিভিন্ন সময়ে বস্ত্র বিতরণ করে থাকে। এ সংগঠনের মাধ্যমে প্রতিদিন ৭০-৮০ জন শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান কর হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্টেশনের উন্মুক্ত প্ল্যাটফর্মে সপ্তাহে পাঁচ দিন অসহায় শিশুদের পাঠ দান করা হয়। এই সংগঠনের সাথে যুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পাঠদান পরিচালনা করেন।


সংগঠনটির স্লোগান 'নিশ্চিত হোক সকল শিশুর মৌলিক অধিকার'