তুরস্কের বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হলেন বাংলাদেশের ড. মুমিন

তুরস্কের বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হলেন বাংলাদেশের ড. মুমিন

তুরস্ক প্রতিনিধি: তুরস্কের আতাতুর্ক ইউনিভার্সিটিতে ফিসারিজ ফ্যাকাল্টির একুয়াকালচার ডিপার্টমেন্টে সহ্কারী অধ্যাপক হিসেবে যোগ দিলেন বাংলাদেশের ড. মুমিন।


আয়তনের দিক থেকে আতাতুর্ক বিশ্ববিদ্যালয় তুরস্কের দ্বিতীয় বৃহত্তম একক ক্যাম্পাসের অধিকারী। পূর্ব আনাতোলিয়ার বৃহত্তম শহর এরজুরুমে অবস্থিত স্বনামধন্য এই সরকারি বিশ্ববিদ্যালয়টি।


নরসিংদীর সন্তান ড. মুমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে রেকর্ড সিজিপিএ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। এরপর তুরস্ক সরকারের স্কলারশিপ পেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তুরস্কের বিখ্যাত ইস্তানবুল বিশ্ববিদ্যালয় থেকে। সেখানেও সর্বোচ্চ সিজিপিএ ৪ অর্জন করে লাভ করেন প্রেসিডেন্ট এওয়ার্ড। তার এ অসাধারণ ফলাফলের কারণে তুরস্ক সরকার পুনরায় তাকে পিএইচডি স্কলারশীপের জন্য মনোনীত করে এবং তিনি সর্বোচ্চ সফলতার সাথে ইস্তানবুল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিজীবনে ড. মুমিন বিবাহীত এবং এক কণ্যা সন্তানের জনক। ড. মুমিন সকলের কাছে দোয়াপ্রার্থী।