পাকিস্তানি ক্রিকেটারদের 'সেনা প্রশিক্ষণ'
স্পোর্টস ডেস্ক:
গেল ভারত বিশ্বকাপে ফিটনেস ইস্যুতে কম কটাক্ষের শিকার হননি পাকিস্তানি ক্রিকেটারেরা। এই যেমন, হারিস রউফ বল হাতে ছুটছেন। তার আগেই যেন ছুটেছে তার ভুঁড়ি।
র্যাংকিংয়ে সেরা দল নিয়েও দ্রুত ছিটকে পড়া। কিংবা অন্তকোন্দল বেশ স্পষ্ট হয়েছে। এ নিয়ে তিক্তবিরক্ত পিসিবি।
বিশ্বকাপ চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিচালকের পদত্যাগ, কোচিং স্টাফ ওলট-পালট, কিংবা অধিনায়কের সরে দাঁড়ানো বিপদের কারণ না হলেও ঠিকই উত্তরণের উপায় খুঁজছে পিসিবি। ফিটনেস ঠিক রাখতে দেশটির সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং ক্যাম্প করতে হবে বাবর আজম-রিজওয়ানদের।
পাকিস্তান সুপার লিগ পিসিএলে কড়া নজর রেখেছেন পিসিবির নবনিযুক্ত বোর্ড প্রধান মোহসিন নাকভি। তার কাছে ক্রিকেটারদের পারফরম্যান্স মনে লাগেনি। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১০ দিন ট্রেনিং হবে ক্রিকেটারদের। গতকাল মঙ্গলবার ইসলামাবাদে এক হোটেলে এই ঘোষণা দেন নাকভি। পিএসএল শেষ হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুরু হবে এই ট্রেনিং। পিসিবি প্রধানের আশা, এই ট্রেনিং খেলোয়াড়দের ফিটনেস দ্রুত বাড়াতে সাহায্য করবে।
নাকভির কণ্ঠে হতাশা, ‘লাহোরে আমি যখন ম্যাচ দেখছিলাম, মনে হয়নি কেউ ছক্কা মেরে বল স্ট্যান্ডে পাঠাতে পারে। আমার তো মনে হয় বিদেশি খেলোয়াড় ঠিক মারতে পারবে। বোর্ডকে পরিকল্পনা করতে বলেছি যেন প্রত্যেক খেলোয়াড় ফিটনেস দ্রুতগতিতে উন্নতি করে।’
তিনি বলেন, ‘সামনে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ। এরপর ইংল্যান্ড ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি বিস্মিত! ‘কবে আমরা ট্রেনিং করবো?’ কোন সময় নেই। একটি ফাঁকা সময় পেয়েছি, কাকুলে (মিলিটারি অ্যাকাডেমি) ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল একটি ক্যাম্প আয়োজন করবো। পাকিস্তান আর্মি ট্রেনিংয়ে সংশ্লিষ্ট থাকবে।’