কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি: 

২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 


বৃহস্পতিবার ( ৪ জুলাই) বেলা পৌনে ১২ টায় মহাসড়কে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ আন্দোলনের মুখে অন্তত বিশ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ ও কোটা সংস্কারের দাবি জানান তারা। 


এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে মহাসড়কে মিলিত হয়। 


এসময় শিক্ষার্থীরা বলেন, কোটা শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যই। কিন্তু আমাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। এভাবে আমাদের পেটে লাথি মারলে তার প্রতিবাদ অনেক শক্তভাবেই হবে। 


তারা আরো বলেন, যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য দূর করার জন্যই সাধারণ ছাত্রসমাজ জেগে উঠেছে। যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিবো।