ছাত্ররা কি দেশের শত্রু, আমরা কেউ নিরাপদ না: সাকিব চৌধুরী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে উত্তপ্ত পুরো দেশ। সাধারণ মানুষের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের তারকারাও ছাত্রদের পাশে দাড়াচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন দেশের ব্যান্ড সংগীতশিল্পীরা। যার অংশ হিসেবে শনিবার ( ৩ আগস্ট) বেলা ৩টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘গেটআপ, স্ট্যান্ডআপ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন দেশের জনপ্রিয় সব সংগীতশিল্পীরা।
তবে ঠিক একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা। তাই সংহতি জানাতে সংগীতশিল্পীরা রবীন্দ্রসরোবরে জড়ো হয়ে শহীদ মিনারে জরো হচ্ছেন তারা।
শহীদ মিনারে যাওয়ার আগে অনেক সংগীতশিল্পী রবীন্দ্রসরোবরে হাজির সমবেত হন। সেখানে তারা অনেকেই সংবাদমাধ্যমে কথা বলেন। ব্যান্ড ক্রিপ্টিক ফেইটের সাকিব চৌধুরী সংবাদ মাধ্যমে বলেন, আমাদের রাষ্ট্রের বন্দুক দিয়ে আমাদের ছাত্র আমাদের জনতা মারা হচ্ছে। এমন হইয়েছিল ১৯৫২,১৯৬৯ এবং ১৯৭১ সালে। আর এখন আমাদের দেশের পুলিশ, সেনা বাহিনী ছাত্রদের গুলি করছে। বিদেশী সংবাদমাধ্যমের কাছে সেই ছবি গিয়েছে আমরা দেখতে পারছি। হেলিকপ্তার দিয়ে মানুষ মারা হচ্ছে। এখানে সিভিল ওয়ার হচ্ছে, আমরা কি শত্রু?
তিনি আরও বলেন, ছাত্ররা কি দেশের শত্রু, না তারা আমাদের ভবিষ্যৎ। তাই আমরা ছাত্রদের সব দাবীর সঙ্গে আছি। একজন প্রশ্ন করেছিল এতো দিন লাগলো কেন? কারণ, আমরা ভয় পাই। এই সরকার আমরা ভয় পাই। ছাত্ররা আমাদের ভয় ভেঙেছে। আমরা কেউ নিরাপদ না এখানে।
কিংবদন্তি শিল্পী বব মার্লের গানের সঙ্গে মিল রেখে সংগীতশিল্পীরা তাদের এ কর্মসূচির নাম দিয়েছেন ‘গেটআপ স্ট্যান্ডআপ’। এ শিরোনামের একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। ফেসবুকে পোস্টারটি শেয়ার করেছেন মাকসুদুল হক, মানাম আহমেদ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, প্রিন্স মাহমুদ, জন কবির, ন্যান্সি, এলিটা করিম, আরমীন মূসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, ব্যান্ড মাইলস, জলের গান, শিরোনামহীন, আর্টসেল, ব্ল্যাক প্রমুখ।