পরাশক্তি বাংলাদেশকে নিয়ে খেলছে: ইবি ভিসি
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, সম্প্রতি গাজায় যেমন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তেমনি ১২ লক্ষ রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করে মায়ানমারও মানবাধিকার লংঘন করেছে। তিনি অভিযোগ করেন এসব ঘটনার দিকে না তাকিয়ে পরাশক্তিগুলো বাংলাদেশের ওপর নানা দায় চাপিয়ে খেলা শুরু করছে।
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সব পরাশক্তিকে রুখে দেয়ার আহবান জানান তিনি।
রবিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩ উপলক্ষে অনুষ্ঠিত র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মীর মশাররফ হোসেন ভবন থেকে র্যালি শুরু হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যাল চত্বরে সমবেত হয়। সেখানে দিবসটি উপলক্ষে মুক্তির প্রতীক পায়রা ওড়ানো হয়।
আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে র্যালিতে বিভাগের শত শত শিক্ষার্থী হাতে ‘সেভ গাজা’, ‘স্টপ দ্য গাজা জিনোসাইড’ ও ‘হিউম্যান রাইটস’ লেখা ও ছবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।