'বুড়োদের' হল ছাড়ার ফরমান'
চবি প্রতিনিধি :
২০১৪-১৫ সেশনের আগে প্রথম বর্ষে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)প্রশাসন।
২৪ সেপ্টেম্বর রবিবার কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনার পরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসে।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়,২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ ও তৎপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ সমস্ত শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে তাদেরকে আগামী ২৫/৯/২০২৩ তারিখ সন্ধা ৬.০০ ঘটিকার মধ্যে করার জন্য আদিষ্ট নির্দেশ দেয়া হলো।এছাড়াও বিভিন্ন সময়ে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যারা বহিষ্কারাদেশের আওতায় রয়েছে তাঁদেরকেও ২৫/৯/২০২৩ তারিখ সন্ধা ৬.০০ ঘটিকার মধ্যে হল ত্যাগ করার নির্দেষ প্রদান করা হলো।উক্ত সময় পর এ ধরনের কাউকে হলে অবস্থানরত পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
রাজনৈতিক প্রভাবে খাটিয়ে বছরের পর বছর অবৈধভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে ক্ষমতাসীন দলের ছাত্রনেতাদের অনেকে।প্রথম বর্ষের শিক্ষার্থীদের এজন্য বৈধভাবে হলে অনেক কষ্টকর হয়ে যায়। তাই প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।