রাজনৈতিক সংকট নিয়ে চবিতে গোলটেবিলে সংলাপের তাগিদ

রাজনৈতিক সংকট নিয়ে চবিতে গোলটেবিলে সংলাপের তাগিদ

চবি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে মুক্তির উপায় খুজতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল বৈঠক হয়েছে। 'বাংলাদেশের রাজনৈতিক সংকট' শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্র নামের সংগঠন। বৈঠক থেকে প্রধানমন্ত্রীকে একটি জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানানো হয়।


(২৯ নভেম্বর) বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবির সমাজবিজ্ঞান অনুষদে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকের উদ্দেশ্য ছিলো প্রধানমন্ত্রীকে সংলাপের আহ্বান করা। 


বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর, অধ্যাপক ড. আনোয়ারা বেগম, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খ. আলী আর রাজী ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আককাছ আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।


বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া না হওয়া নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা পক্ষে বিপক্ষে নানারকম মত প্রকাশ করেন। সাধারণ জনগনের ভোটাধিকার ও মৌলিক অধিকারসহ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ধরে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়েও নানা মত প্রকাশ করা হয়। 


তাছাড়া, জাতীয় রাজনীতিতে বৈশ্বিক চাপ ও কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দেশীয় অর্থনীতিতে মার্কিন-ইউরোপের আধিপত্যের বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং তত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের সুফল-কুফল নিয়েও পক্ষে বিপক্ষে আলোচনা উঠে আসে। 


বৈঠকের আহ্বায়ক অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, বাংলাদেশ আজ রাজনৈতিক সংকটে নিপতিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদলের অবস্থান বিপরীত মেরুতে। প্রধান বিরোধীদল বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন করতে রাজি নয়। তারা শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। এ দাবিতে বিরোধীদল গত দেড় বছর থেকে। 


নির্বাচনের পুনঃতফসিল ও প্রধানমন্ত্রীকে জাতীয় সংলাপের আহ্বান করে অধ্যাপক পাটওয়ারী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলসমূহের অপরিণামদর্শী ও অসহনশীল আচরণ এবং বিভিন্ন রাষ্ট্রের ভিন্ন ভিন্ন তৎপরতা দেশকে গভীর সংকটে নিপতিত করছে। এ থেকে উত্তরণের জন্য দেশের রাজনৈতিক দলসমূহ এবং নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিয়ে সংলাপের আয়োজন করে এ রাজনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে। রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে জেল থেকে মুক্তি দিয়ে সংলাপের আহ্বান জানানো যেতে পারে। নির্বাচনের পুনঃতফসিল এ ক্ষেত্রে একটি উপায় হতে পারে।