হাসিনার পক্ষে বিবৃতি দেয়ার কথা অস্বীকার চবি শিক্ষকের
ঢাকা মর্নিং ডেস্ক: শেখ হাসিনার পক্ষে বিবৃতি দেয়ার কথা অস্বীকার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল কবীর পলাশ। তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেছেন- 'দুঃখের সঙ্গে অবগতির জন্য জানাচ্ছি যে, আজকের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিবৃতির বিষয়ে আমার সঙ্গে কারো কোন প্রকার আলোচনা হয়নি কিংবা আমি কোন মত প্রদান করিনি। বিষয়টি আমাকে হতাশ করেছে। অতএব, আমি অগোচরে নাম অন্তর্ভুক্তরণের প্রতিবাদ জানাচ্ছি এবং কেউ যেন বিভ্রান্ত না হোন সে অনুরোধ করছি।'
এর আগে ১০০১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামে ট্রাইব্যুনালের শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিবৃতি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
