শিক্ষাবিদ ড. কাজী সালেহ আহমেদের মৃত্যুতে বাকবিশিস'র শোক
প্রেস বিজ্ঞপ্তি:
বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক নেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ একজন বিশ্বখ্যাত পরিসংখ্যানবিদ ছিলেন। তিনি সত্যিকার অর্থে একজন অসাম্প্রদায়িক ও মুক্তবুদ্ধি চর্চার ধারক ছিলেন। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন গুণী শিক্ষক ও দক্ষ প্রশাসককে হারালো। শিক্ষাপ্রশাসক হিসেবে তাঁর ন্যায়পরায়ণতা অনুকরণীয় হয়ে থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ আজ মঙ্গলবার (২৫ জুন) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর কেন্দ্রীয় নেতা, জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি, জাবি পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।