লিগস কাপের কোয়ার্টারে মেসির মিয়ামি
স্পোর্টস ডেস্ক: জিতলেই কোয়ার্টার ফাইনাল-এমন এক বাঁচা-মরা ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ইন্টার মিয়ামি। যদিও ইনজুরির কারণে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলেননি লিওনেল মেসি। তার অনুপস্থিতি বুঝতেই দেননি বন্ধু সুয়ারেজ ও দেহরক্ষী খ্যাত দি পল।
আজ বৃহস্পতিবার বাঙরাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের চেজ স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পড়ে মিয়ামি। ৩৪ মিনিটে জর্জ রুভালকাবার গোলে পুমাস এগিয়ে যায়। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে বাঁ প্রান্ত থেকে সুয়ারেজের পাস বুক দিয়ে নামিয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন দি পল। শুধু মায়ামির হয়ে প্রথম গোল নয়, চলতি বছরে এটা আর্জেন্টাইন মিডফিল্ডারেরও প্রথম গোল।
সমতায় ফেরা মায়ামিকে ৫৯ মিনিটে এগিয়ে দেন সুয়ারেজ। পুমাসের ডিফেন্ডার হোসে কাইসেদো বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় মায়ামি। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় ‘পানেনকা’ শটে গোল করেন উরুগুইয়ান তারকা। ৬৯ মিনিটে মায়ামির আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দের গোলের উৎসও সুয়ারেজ।
এই ম্যাচের আগে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো জানতেন, জয় পেলেই কোয়ার্টার ফাইনালে উঠবে তার দল। মেসির অনুপস্থিতিতে এ ম্যাচে সেই লক্ষ্য পূরণ নিয়ে মাচেরানোর একটু দুশ্চিন্তায় ভোগা অস্বাভাবিক নয়। কিন্তু সুয়ারেজ ও দি পল মিলে মেসির অভাব বুঝতে দেননি।
