সমন্বিত শিক্ষার ব্রত নিয়ে চালু হলো তারবিয়াহ আইডিয়াল স্কুল

সমন্বিত শিক্ষার ব্রত নিয়ে চালু হলো তারবিয়াহ আইডিয়াল স্কুল

যুগোপযোগী আধুনিক শিক্ষার পাশাপাশি যথাযথ নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাবে দেশ ও জাতির সঠিক নেতৃত্ব তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান  সাইয়েদ কামাল উদ্দিন জাফরী। 


শনিবার দুপুরে ঢাকার দক্ষিণ বনশ্রীতে প্রতিষ্ঠিত তারবিয়াহ আইডিয়াল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


তিনি আরো বলেন, ইসলামি অনুশাসন ব্যতীত ভিনদেশী সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের যথাযথ বিকাশ সম্ভব নয়। 


তিনি, তারবিয়াহ আইডিয়াল স্কুলের ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে স্কুলের উদ্বোধন ঘোষণা করেন। বক্তব্য শেষে দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। 


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইসলামি ব্যক্তিত্ব সাদিক মুহাম্মদ ইয়াকুব আজহারী, ড. মোহাম্মদ মতিউল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্কুলের উদ্যোক্তা ও পরিচালকমন্ডলী। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের সভাপতি জনাব আহমেদ বেলাল জিলানী।