মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে ফেনীতে মানববন্ধন

মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে ফেনীতে মানববন্ধন

ফেনী জেলা প্রতিনিধি: 

নির্ভীক সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবী জানিয়েছেন ফেনীর কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দায়ের করা মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার ও অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী জানান তাঁরা ।


বুধবার(০২ অক্টোবর) বিকালে ফেনী প্রেস ক্লাব চত্ত্বরে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক -সুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। 


মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, ভাসানী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, জেলা গেরিলা মুক্তিযোাদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু।


মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদের সঞ্চালনায় এতে  সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক  ও ডেইলি পোস্ট জেলা আমার সংবাদ প্রতিনিধি এস এম ইউসুফ আলী, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান।


এছাড়া দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর, শিক্ষক নেতা মহিউদ্দিন খন্দকার, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, সময় টিভির সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, যমুনা টিভি প্রতিনিধি আরএম আরিফ রহমান, একাত্তর টিভি প্রতিনিধি নুরুজ্জামান সুমন, এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজম, দেশ রুপান্তর প্রতিনিধি শফিউল্যাহ রিপন,দৈনিক আমার দেশ ছাগলনাইয়া প্রতিনিধি জাহাঙ্গীর কবির লিটন, নিহারীকা নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মিজানুর রহমান, ভোরের ডাক প্রতিনিধি ইলিয়াছ সুমন, সকালের সময় প্রতিনিধি সাইফুল ইসলাম, ভোরের দর্পণ প্রতিনিধি হাবীব মিয়াজী, ইত্তেফাক প্রতিনিধি এম এ আকাশ, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন প্রমুখ সহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা মানববন্ধনে অংশ নেন।