মাইলস্টোনে হেল্প ডেস্ক স্থাপন

মাইলস্টোনে হেল্প ডেস্ক স্থাপন

রাজধানীর উত্তরার যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহত নিখোঁজদের তথ্য সংগ্রহে হেল্প ডেস্ক চালু করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের পাঁচ নম্বর ভবনে দেখা যায়, হেল্প ডেস্কে নিখোঁজদের পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে এবং বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

 গত সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেরহায়দার আলীনামে একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। আহত হয়েছেন দেড় শতাধিকেরও বেশি, যাদের সিংহভাগই স্কুলের শিশু শিক্ষার্থী। দুর্ঘটনার পর থেকে শিশু নারীসহ অনেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন স্বজনরা।

এমন পরিস্থিতিতে নিখোঁজদের সঠিক তথ্য সংগ্রহ যাচাই-বাছাইয়ের জন্য সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

কমিটির সদস্য প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার বলেন, ‘সকাল থেকেই আমাদের পাঁচ নম্বর ভবনে একটি বুথ বসানো হয়েছে। সেখানে নিখোঁজদের স্বজনরা এসে তথ্য দিচ্ছেন। পর্যন্ত অনেকেই এসেছেন। পরে বিস্তারিতভাবে সব তথ্য প্রকাশ করা হবে।