সমস্যা সমাধানে 'মেইন সুইচে' হাত দেবেন চবির নতুন ভিসি
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেছেন, তিনি রাজনীতির সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করবেন। ছোট সুইচ বাদ দিয়ে মেইন সুইচে হাত দেবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, অবকাঠামো এবং গভর্নিং বডি সহ প্রত্যেক কাজে নিয়োজিত দায়িত্বশীলদের যথাযথ কাজে লাগানোর কথাও বলেন।
২১ মার্চ (সোমবার)সকালে উপাচার্য অডিটরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামামসহ চবিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
প্রশ্ন: একজন উপচার্য হিসেবে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
উত্তর:আমাদের প্রথম প্ল্যান হচ্ছে টিম ম্যানেজমেন্ট। কেউ যদি মনে করে আমি একা কল দিব তা হবে না, এখানে প্রত্যেককে একসাথে কাজ করতে হবে। একজন উপাচার্য থেকে সুইপার পর্যন্ত সবাই একসাথে কাজ করবে।
প্রশ্ন: আমরা বিশ্ববিদ্যালয় বলতে কি বুঝি?
উত্তর: বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে বঙ্গবন্ধু বলে গিয়েছেন জ্ঞান সৃষ্টি, জ্ঞান বিতরণ, জ্ঞান সংরক্ষণ। জ্ঞান সৃষ্টি করতে প্রয়োজন গবেষণা। আর গবেষণার ফলাফল শ্রেণিকক্ষে নিয়ে আসতে হবে। ছাত্রদের সামনে নিয়ে আসতে হবে। বই পড়িয়ে লাভ নেই, বই তো কলজের শিক্ষকরাও পড়াই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার ফলাফল পড়াই।
আর আমরা একসময় বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব।এজন্য আমাদের বই, গবেষণা রেখে যেতে হবে। যা পরবর্তী প্রজন্মের কাজে আসে। বিশ্ববিদ্যালয় শিক্ষার সর্বোচ্চ জায়গা। এখানে সমাজ যা চায় তেমন কারিকুলাম করতে হবে। আমি ৩০-৪০ বছর পুরনো কারিকুলাম পড়াতে পারবো না। আমাদের কারিকুলাম চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী হতে হবে।
প্রশ্ন: ২৬ বছর ধরে চাকসু নির্বাচন নেই, এজন্য এখানে কোন ছাত্র প্রতিনিধি নেই। নির্দিষ্ট এক ছাত্র সংগঠন ছাত্রদের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
উত্তর: এটা করার জন্য হায়ার অথোরিটি লাগবে, সিন্ডিকেট লাগবে। এ বিষয়ে এখন বলতে পারবো না। আমি মাত্র জয়েন করেছি।
প্রশ্ন : গতকাল দেখেছি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসে এক ছাত্র সংগঠন দ্বারা অপ্রতিকার ঘটনা ঘটেছে। এটা এক কেন্দ্রীক ছাত্র রাজনীতির ফসল। এ বিষয়ে আপনার মন্তব্য কী??
উত্তর: রাজনৈতিক ইস্যু গুলো রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে। রাজনীতি যেখান থেকে নিয়ন্ত্রিত হয় সেখানে হাত দিতে হবে। আমি ছোট সুইচে হাত দিব না। মেইন সুইচে হাত দিয়ে এটা সমাধানের চেষ্টা করবো।