পাঠ্যবই কেন ছাপতে চায় প্রাথমিক শিক্ষা বিভাগ, কতটা বাস্তবসম্মত

পাঠ্যবই কেন ছাপতে চায় প্রাথমিক শিক্ষা বিভাগ, কতটা বাস্তবসম্মত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা এনসিটিবি সময়মতো বই দিতে পারে না, মান নিয়েও আছে প্রশ্ন, আবার সমন্বয়হীনতাও আছে—এসব কারণ দেখিয়ে প্রাথমিকের পাঠ্যবই এনসিটিবির মাধ্যমে না ছাপিয়ে নিজেদের অধীন ছাপার পরিকল্পনা করছে প্রাথমিক শিক্ষা বিভাগ। এ বিষয়ে ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সভা করে প্রাথমিকভাবে সিদ্ধান্তও নিয়েছে। এখন চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি দু-এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা বলছেন, যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েরও দায় আছে। কারণ, দরপত্রসহ আনুষঙ্গিক কাজে দীর্ঘসূত্রতাসহ কিছু কারণে চলতি বছরের পাঠ্যবই ছাপতে দেরি হয়েছে। আর বিদ্যমান আইন অনুযায়ী, পাঠ্যপুস্তক মুদ্রণ, প্রকাশনা, বিতরণ ও বিপণনের দায়িত্ব এনসিটিবির। বিদ্যমান আইনানুযায়ী প্রাথমিক শিক্ষা বিভাগ আলাদাভাবে বই ছাপতেও পারবে না। তাই এসব উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানকে দুর্বল করলে সমস্যা যেমন বাড়বে, তেমনি শিক্ষাবিষয়ক কাজে সমন্বয়হীনতা আরও বাড়বে।

বরং এসব কাজে গাফিলতি ও সমন্বয়হীনতা থাকলে সেটির ব্যক্তির দায়। সেখানে ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, সরিয়ে দেওয়া যায়। কিন্তু প্রাথমিক শিক্ষা বিভাগ যেটি করতে চাচ্ছে, তাতে হয়তো ‘ভিন্ন উদ্দেশ্যে’ থাকতে পারে।