কুমিল্লায় বাজার মনিটরিং কমিটি গঠন

কুমিল্লায় বাজার মনিটরিং কমিটি গঠন

কুমিল্লা প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় কুমিল্লা জেলা পর্যায়ে বাজার মনিটরিং ট্রাস্কফোর্স গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াকে আহ্বায়ক করে ১০ সদস্য বিশিষ্ট এই টাস্কফোর্স গঠন করা হয়। 


এতে সদস্য সচিব হিসেবে আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম। এছাড়াও জেলার অতিরিক্ত পুলিশ সুপার একজন, জেলা খাদ্য নিয়ন্ত্রন কার্যাল, জেলা প্রাণিসম্পদ কার্যালয়, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় এবং ক্যাবের প্রতিনিধি ও শিক্ষার্থী প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।



এদিকে বাজার মনিটরিং এর জেলা পর্যায়ে কাজ শুরু করেছে টাস্কফোর্স। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার রাজগঞ্জ বাজারে টাস্কফোর্স এর অভিযানে দ্রব্যমূল্যের বাজার মূল্য মনিটরিং করা হয়। বেশ কয়েকটি দোকানকে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়।


 এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট- ভোক্তা অধিকারের উর্ধতন কর্মকর্তা, বাজার কমিটির নেতৃবৃন্দসহ টাস্কফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন। অভিযানে দ'টি দোকানকে ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

 

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসাদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত ট্রাস্কফোর্স বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করবে। দামের ঊর্ধ্বগতি কোথায় হচ্ছে সেটি খতিয়ে দেখবে টাস্কফোর্সের সদস্যরা। 


বাজার কমিটির নেতৃবৃন্দ জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে পাইকারি বাজারে অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া কোন সিন্ডিকেট দাম বাড়াচ্ছে কি না তা পাইকারী বাজারে অভিযান চালিয়ে নিয়ন্ত্রন করতে হবে।