তারা সাহরির সওদাগর

তারা সাহরির সওদাগর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

গভীর রাতে পথে পথে ঘুরে পথচারী, অসহায় ও দরিদ্র রোজাদারদের মাঝে সাহরির খাবার বিতরণ করছেন 'মানবিক আশুগঞ্জ' নামে একটি সামাজিক সংগঠনের একদল তরুণ। তাদের নিজস্ব অর্থায়ণে রান্না করা খাবারের প্যাকেট নিয়ে সংগঠনের সদস্যরা প্রতিদিন গভীর রাতে ছুটে যান রেলস্টেশন, বাস স্টেশনসহ উপজেলা শহরের বিভিন্ন অলিতে-গলিতে। এসব স্থানে ঘুমিয়ে থাকা পথচারী, নৈশ প্রহরীসহ অসহায় ও নিম্ন আয়ের মানুষগুলোর হাতে তুলে দেয়া হয় রান্না করা খাবারের প্যাকেট। পুরো রমজান মাসই চলবে এই বিতরণ কার্যক্রম।

বুধবার ভোররাতে সেহেরিতে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ আয়োজনে মানবিক আশুগঞ্জ এর তরুণদের সাথে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ। 

এসময় আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, সংগঠনের সভাপতি মো: আলাউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক সাব্বির হোসেনসহ মানবিক আশুগঞ্জের অর্ধশতাধিক তরুণ সদস্য উপস্থিত ছিলেন। মানবিক আশুগঞ্জ এর ’পথে পথে ঘুরি, সেহেরি বিতরণ করি, কর্মসুচীর অংশ হিসেরে বুধবার ভোর রাতে রেল স্টেশন,বাস স্টেশনসহ উপজেলা শহরের বিভিন্ন সড়কে দুই শতাধিক পথচারী, নৈশ প্রহরীসহ অসহায় দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

মানবিক আশুগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: আলাউদ্দিন আহম্মেদ জানান ২০১৯ সালে ৭০জন তরুণ সদস্য নিয়ে সংগঠনটি মানবিক কল্যাণে কাজ শুরু করে। গত ৫ বছর যাবত নিজস্ব অর্থায়ণে প্রতি রমজান মাসে প্রতিদিন রাতে সেহেরি বিতরণ কার্যক্রম, সুনামগঞ্জে বন্যার্তদের সহায়তা প্রদানসহ মানব কল্যাণে বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়েছে। বর্তমানে সংগঠনে ২ শতাধিক সেচ্ছাসেবী তরুণ সদস্য রয়েছে। মানব কল্যাণে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ বলেন, আজকে যেখানে তরুণ সমাজ মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে সেখানে মানব কল্যাণে কাজ করছে মানবিক আশুগঞ্জের তরুণরা। তা অবশ্যই প্রশংসার দাবী রাখে। এই তরুণরা উপজেলার মুখ উজ্জ্বল করেছে। তিনি উপজেলা তথা দেশের সকল অর্থ ও বিত্তবানদেরকে মানবিক আশুগঞ্জ এর এই তরুণদের পাশে দাঁড়ানোর আহবান জানান।