৪ ফেব্রুয়ারি থেকে আরটিজিএসের মাধ্যমে চীনা ইউয়ান লেনদেন করা যাবে
আগামী ৪ ফেব্রুয়ারি থেকে বেশিরভাগ প্রতিষ্ঠিত বৈদেশিক মুদ্রার মতো চীনা মুদ্রা ইউয়ানও দ্রুত এবং বড় লেনদেনের জন্য একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তঃব্যাংক পর্যায়ে লেনদেন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
রিয়েল-টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস) নামক প্ল্যাটফর্মটি ইতিমধ্যে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো, কানাডিয়ান ডলার ও জাপানের ইয়েনের মতো বৈদেশিক মুদ্রার আন্তঃব্যাংক লেনদেনের জন্য ব্যবহৃত হচ্ছে। এ সেবার মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা নিষ্পত্তিতে সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময় লাগে।
অন্যান্য অনেক ধরনের ব্যবস্থায় আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি করতে কয়েক ঘণ্টা, কখনও কখনও কয়েক দিনও লেগে যায়।
বাণিজ্যিক ব্যাংকগুলোর ১১ হাজার শাখার বেশিরভাগই এখন ২০২২ সালের ৪ সেপ্টেম্বর চালু হওয়া আরটিজিএস ব্যবস্থায় যুক্ত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, আরটিজিএস একটি স্বতন্ত্র লেনদেন প্ল্যাটফর্ম পদ্ধতি। এর সঙ্গে অন্য কোনো প্ল্যাটফর্মের সংযুক্তি নেই। এ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তির জন্য একটি বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে হবে। এখান থেকে এক মুদ্রার বিপরীতে অন্য বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করা যাবে না। অর্থাৎ ডলারের বিপরীতে শুধু ডলার, ইউরোর বিপরীতে শুধু ইউরো—এভাবে লেনদেন নিষ্পত্তি করা যাবে। তবে যেকোনো অঙ্কের লেনদেন নিষ্পত্তিতে কোনো বাধা নেই।
আগামী ৪ ফেব্রুয়ারি থেকে আরটিজিএস ব্যবস্থায় চাইনিজ ইউয়ানে লেনদেন চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।