জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার

জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়ার পর বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। শনিবার এই সার্জারির প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আমিরের পিএস নজরুল ইসলাম। বর্তমানে  রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

নজরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন জামায়াত আমির সেখানে বিকাল চারটার দিকে তার এনজিওগ্রাম করা হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তবে এই ব্লকের সংখ্যা আরও বেশি বলে অন্য একটি সূত্র জানিয়েছে। চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দেন। এই সার্জারির জন্য তাকে বিদেশে পাঠানোরও পরামর্শ দেন চিকিৎসক পরিবারের সদস্যরা। তবে জামায়াত আমির দেশেই এই সার্জারি করার সিদ্ধান্ত জানান।

সর্বশেষ অবস্থা জানতে চাইলে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালেই বাইপাস সার্জারির সিদ্ধান্ত হয়েছে। চিকিৎসকরা আগামী শনিবার এই সার্জারির পরিকল্পনা করছেন। বর্তমানে তিনি হাসপাতালেই ভর্তি আছেন।

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার অচেতন হয়ে মঞ্চে পড়ে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়েনি। প্রচণ্ড গরমে পানিশূন্যতার কারণে তিনি পড়ে গিয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। ওইদিন রাতেই বাসায় ফেরেন তিনি। তাকে বিশ্বাসে থাকতে পরামর্শ দেয়া হয় চিকিৎসকদের পক্ষ থেকে। সে অনুযায়ী মাত্র একদিন বাসায় থেকে পরদিন থেকেই তিনি আবার দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েন। বুধবার সকালেও ১১ টা পর্যন্ত তিনি মগবাজারে দলের একটি অনুষ্ঠানে দীর্ঘক্ষণ বক্তব্য দেন।