চবি শহীদ মিনারে কুড়িগ্রাম ছাত্রকল্যাণ সংস্থার শ্রদ্ধা

চবি শহীদ মিনারে কুড়িগ্রাম ছাত্রকল্যাণ সংস্থার শ্রদ্ধা

চবি প্রতিনিধি: 

একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যান সংস্থার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।


সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সংস্থার নেতারা ফুলের তোড়া দিয়ে ভাষা শহীদদের আত্বত্যাগ ও বীরত্ব গাথা ইতিহাসের স্মৃতিচারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শাহ আজিজ ইমন ও সাধারণ সম্পাদক মোঃ আরাফাত রহমান এবং শিক্ষক উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ড. মাখন চন্দ্র রায় ও তানজিমা তাহরিন কনক।


এই সময় শিক্ষক উপদেষ্টা ড. মাখনচন্দ্র রায় বলেন, ২১ আমাদের অহংকার একুশ আমাদের চেতনা একুশ আমাদের ভাষার অভিজাত্যের ইতিহাস। একুশ আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম অনুপ্রেরণা। 

পাকিস্তানিদের ভাষাভিত্তিক নিষ্পেষনের বেড়াজাল থেকে বাঙালি জাতি যে সাহসিকতার পরিচয় দিয়ে এসেছে তা বিশ্বে অবিস্মরণীয় এক ইতিহাস।