'রমজানের আগেই দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে'
সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, মজলুম মানুষের আহাজারিতে চারিদিক ভারী হয়ে উঠেছে। বিগত ৫ মাস ধরে চলমান বর্বর ইসরাইলী আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মুসলিম জনপদ ফিলিস্তীনের গাজা। বিশ্বের বিভিন্ন জনপদে শাসকগোষ্ঠী ক্ষমতা, আধিপত্য টিকিয়ে রাখতে জনগণের উপর শোষণ জুলুমের স্টীম রোলার চালাচ্ছে। মানব রচিত বিভিন্ন মতবাদের পরীক্ষা-নিরীক্ষা হয়েছে বহু কিন্তু মানুষের প্রকৃত মুক্তি আসেনি। জুলুম-শোষণ থেকে মানবতার মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম। মানুষের দুনিয়ার কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে দল-মত-পথের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
খেলাফত মজলিসের নির্ধারিত সদস্যদের নিয়ে আয়োজিত দু’দিনব্যাপী 'তরবিয়তী মজলিসে' সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আজাদ বলেন, প্রতি বছর রমজান কাছাকাছি এলে দেশে সিন্ডিকেট চক্র যেভাবে নিয়ন্ত্রণহীন হয়ে উঠে তাতে মনে হয় দেশে প্রশাসন বলতে কিছুই নেই। দলীয় পরিচয়ে বেড়ে উঠা এসব অসাধু ব্যবসায়ীরা
সরকারি আনুকূল্য পেয়ে এমন বেপরোয়া হয়ে উঠে। তিমি আরো বলেন, একদিকে এই চক্র মানুষকে জিম্মি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করছে অন্যদিকে ভ্যাট/ট্যাক্স বাড়িয়ে দিয়ে সরকার তা মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে নিয়ে গেছে। খেজুরের মত ইফতারের নিত্য অনুষঙ্গ ও পুষ্টিকর ফলের আমদানী শুল্ক বাড়ানোর কারণে এর দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মাহে রমজানের পূর্বেই দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন সব কাজ বন্ধ রাখার দাবি জানান তিনি।
কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দলের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা জিয়াউল হক শামীম, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী প্রমুখ।