চবি শিক্ষক সমিতির 'সংবাদ প্রদর্শনী' ভেঙ্গে ফেলার অভিযোগ

চবি শিক্ষক সমিতির 'সংবাদ প্রদর্শনী' ভেঙ্গে ফেলার অভিযোগ

চবি প্রতিনিধি: উপাচার্য ও উপাচার্যের পদত্যাগ দাবিতে চবি শিক্ষক সমিতির আন্দোলন নস্যাৎ করতে প্রতিবাদ স্থাপনা ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে শিক্ষক সমিতি। 


সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল হক বলেন, 'অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ প্রদর্শনীর আয়োজন করেছিলাম। কিন্তু গত ৭ ফেব্রুয়ারি প্রশাসনের মদদে সেই প্যান্ডেল ভেঙে দেওয়া হয় এবং কর্মরত শ্রমিককে হুমকি দেওয়া হয়। আমরা এমন কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।'


তিনি আরও বলেন, 'বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীরা কেউই নিরাপদ নয়। এমনকি নিরাপত্তা কর্মীরাও নিরাপদ নয়। আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।'


লোক প্রশাসন বিভাগের অধ্যাপক খসরু আলম কুদ্দুসি বলেন, 'উপাচার্যের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে একটি আইন তৈরী করেছিলেন বিশ্ববিদ্যালয় সুচারুভাবে পরিচালনার জন্য। সে নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চলে।'


তিনি বলেন, 'আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে য়ে পরিমান নেগেটিভ খবর তৈরী হয়েছে বর্তমান উপাচার্যের কারণে তা এদেশে আর অন্য কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে এতো সংবাদ কখনো প্রকাশ হয়নি। একসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ  অনেক সম্মানি মানুষ ছিলেন।আমাদের ভিসির চেয়ার ছাড়ার মানসিকতা নেই।'


রাজনীতি বিজ্ঞানের সহযোগী অধ্যাপক মো. বখতিয়ার উদ্দিন বলেন, 'আমরা শিক্ষক তাই বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবোনা এমনটি হতে পারেনা। যেহেতু মাননীয় উপাচার্য মহোদয় আপনি শিক্ষক সমিতির সভাপতি দায়িত্বে ছিলেন সাথে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন দয়া করে বাস্তবতা ও সত্যকে মেনে নিয়ে আপনার চেয়ার ছেড়ে দিন।'


উল্লেখ্য, অনিয়ম, দুর্নীতি ও আইন ভঙ্গের  অভিযোগে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে গত বছরের ডিসেম্বর থেকে মানববন্ধন ও সমাবেশ করে আসছে শিক্ষক সমিতি।