চবিতে  ভোট কেন্দ্রে প্রতিপক্ষের কোপে ছাত্রলীগ নেতা আহত

চবিতে ভোট কেন্দ্রে প্রতিপক্ষের কোপে ছাত্রলীগ নেতা আহত

চবি প্রতিনিধি:



উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে অন্য গ্রুপের কর্মীরা।


২১ মে (মঙ্গলবার) আড়াইটার দিকে চবি ক্যাম্পাসের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।প্রতিপক্ষের আঘাতে আহত ছাত্রলীগ কর্মীর নাম সালাহ উদ্দিন। আহত সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 



মঙ্গলবার দুপুরে চবি শাখা ছাত্রলীগের উপগ্রুপ চুজ ফ্রেন্ডস উইদ কেয়ার (সিএফসি) ও বিজয়ের কর্মীরা চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অবস্থান করছিলো। 

বিজয়ের কর্মীরা মোটরসাইকেল প্রতীক ও সিএফসির কর্মীরা ঘোড়া প্রতীকের পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বিজয়ের সালাহ উদ্দিনকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে সিএফসির কর্মীরা।



এ ঘটনায় দুই পক্ষের কর্মীরা উত্তেজিত হয়ে ধাওয়া পালটা-ধাওয়া, প্রতিপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং রামদা ও লাঠিসোঁটা হাতে মহড়া দিতে দেখা যায়। ইটের আঘাতে সিএফসির ৪ কর্মী ও বিজয়ের ১ কর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

প্রক্টর বডির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গ্রুপগুলোর মধ্যে উত্তেজিত বিরাজ করছে।



বিজয়ের নেতা ও চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো:ইলিয়াস বলেন, 'সি এফ সির ছেলেরা ভোটকেন্দ্র দখল করতে চায়। আমার অনুগত একজন ছেলে সেখানে তাঁদের বাধা দিতে গেলে সিএফসি নেতারা আমার ছেলেকে আঘাত করে।'

  


এ ঘটনায় সিএফসির নেতা ও চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবীব সোপান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অধিকাংশই বাইরে থেকে এসেছে। তাই স্থানীয় নির্বাচনের বিষয়ে গ্রুপের সিনিয়র বা নেতাদের কোনো নির্দেশনা নেই। কেউ অতিউৎসাহী হয়ে কিছু করলে তার দায়ভার সংগঠন নিবে না।'



এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ অহিদুল আলম বলেন, 'বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সকল শিক্ষার্থী হলে অবস্থান করছে, আহত শিক্ষার্থী আমাদেরকে একটি লিখিত অভিযোগ দিয়েছে আমরা তদন্ত কমিটি গঠন করব। আহত ব্যক্তিকে ব্লাড এবং ছোট্ট একটি স্যালাইন দিতে হবে।'



চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ছাত্রলীগের ছেলেদের জিজ্ঞাসা করা হলে তার জানায় নির্বাচন কেন্দ্রিক কোনো বিষয় নেই। হলে কোনো বিষয়ে ঝামেলা হয়েছে।


চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি কেন্দ্রের মধ্যে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২০৪৫ জন ভোটার ও নীপবন শিশু বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছে ২২৬৯ জন।