গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে গেল ইবি

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে গেল ইবি

ইবি প্রতিনিধি: গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)। সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১শ ২৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, পূর্বেই ইবি শিক্ষক সমিতি গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল। একাডেমিক কাউন্সিলে সকলের সম্মতিক্রমে গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


এর আগে গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত ইবি শিক্ষক সমিতির সাধারণ সভায় গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন ইবি শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিলে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না বলেও জানিয়েছিলেন তারা। 


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরিক্ষা নেওয়া হবে।