খেলাফত ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এসএসসি,এইচএসসি, সমমান পরীক্ষায় A+ ও কওমী মাদ্রাসাসমূহের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে" কৃতি শিক্ষার্থী সংবর্ধনা" অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর উত্তরার বিএম মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ সাইফুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, এ দেশের আমূল পরিবর্তনের মেধার এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের জেনারেল শিক্ষায় অগ্রসর হতে হবে। আর জেনারেল পড়ুয়াদের মাদ্রাসা শিক্ষার প্রতি এগিয়ে আসতে হবে। তাহলে একটি আদর্শ সমাজ গঠন করা সম্ভব।
তিনি বলেন, ছাত্র সমাজকে অন্যায়ের প্রতিবাদে ভূমিকা রাখতে হবে। তিনি মাওলানা মামুনুল হকের মুক্তি দাবি করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী। তিনি বলেন, মেধাবীদের জন্য আবশ্যিক হলো ক্লাসের পড়ার পাশাপাশি ভৌগোলিক জ্ঞানসহ বিভিন্ন জ্ঞানে পারদর্শিতা অর্জন করা। এজন্য বাংলা, ইংরেজি আরবী ভাষা আয়ত্ত করতে হবে।
এতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্টের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামসুল হুদা, খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর মজলিসে আমেলার সদস্য ও উত্তরা জোন সভাপতি মুফতি নেয়ামতুল্লাহ আমিন প্রমূখ।