এবার প্রকাশ্যে এলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি–সম্পাদক

এবার প্রকাশ্যে এলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি–সম্পাদক

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অচিরেই পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ করছেন বলে জানিয়েছেন সভাপতি নাহিদুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্র শিবিরের আত্মপ্রকাশ ঘটল। 

২০২৪ এর গণঅভ্যুত্থানকে ধারণ করে ২৪ দফা দাবি নিয়ে সম্মলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন শাখা শিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অচিরেই পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ করছেন বলে জানিয়েছেন সভাপতি নাহিদুল ইসলাম।

শিবির সভাপতি নাহিদুল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা ২৪ এর বিপ্লবকে ধারণ করে আজ ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ২৪ দফা দাবি উত্থাপন করছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত আমাদের যৌক্তিক দাবিসমূহ পূরণ করবে। আমরা অচিরেই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবো।'

বিজ্ঞপ্তির বিষয়ে নিশ্চিত করে চবি শিবির সভাপতি নাহিদুল ইসলাম বলেন, 'শহীদ হৃদয় তরুয়া, শহীদ ফরহাদসহ অসংখ্য শহীদের রক্তে অর্জিত এই স্বাধীন দেশে শিক্ষার্থীদের অধিকার, বাকস্বাধীনতা, দুর্নীতি ও শিক্ষকদের রোষানলমুক্ত একটি ক্যাম্পাস উপহার দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন, এমনটাই আমাদের প্রত্যাশা। 

'শিক্ষার মানোন্নয়ন, মেধাবীদের মূল্যায়নসহ শিক্ষার্থীদের যৌক্তিক সকল দাবি বাস্তবায়নের মাধ্যমেই কেবল জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব। ফ্যাসিবাদের আমলে নিয়মে পরিণত হওয়া বিশ্ববিদ্যালয়ের সকল অন্যায় এবং অনিয়মের ইতি টানার সময় এসেছে। আর তাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা চব্বিশের গণঅভ্যুত্থানকে ধারণ করে ২৪ দফা দাবি উত্থাপন করছি।' 

সুত্রঃ www.tbsnews.net