আওয়ামী লীগ ও বিএনপির নেতারা জাতীয় পার্টির ইফতারে

আওয়ামী লীগ ও বিএনপির নেতারা জাতীয় পার্টির ইফতারে

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির নেতারা। ১০ বছর পর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে এবার অংশ নিলেন। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আজ রোববার এ ইফতার অনুষ্ঠান হয়। এতে বিএনপি ও আওয়ামী লীগ ছাড়াও রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তি এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা অংশ নেন।


তবে এমন আয়োজনে উপস্থিত ছিলেন না জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং তাঁর ছেলে সংসদ সদস্য রাহগির আল মাহি (সাদ এরশাদ)।


ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত দাইজ ওজট্রা, ইরানের রাষ্ট্রদূত মানসুর চারুসি, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার এবং ভারতের উপহাইকমিশনার বিজয় জর্জসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা অংশ নেন।