'প্রধানমন্ত্রী হওয়ার অফার পেয়েছিলাম'

'প্রধানমন্ত্রী হওয়ার অফার পেয়েছিলাম'

বর্তমান সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর দিয়ে ‘বুলডোজার চালাচ্ছে’ বলে মন্তব্য করেছেন কর্নেল (অব) অলি আহমেদ বীর বিক্রম৷ ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে এই মন্তব্য করেন তিনি৷

সাপ্তাহিক এই আয়োজনে সরকার ও বিরোধী দলের রাজনীতি, দুই বড় দলের বাইরেও দেশের রাজনীতিতে আর কারো কোনো ভূমিকা রাখার সুযোগ আছে কি না ও এলডিপির রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলতে হাজির হন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম৷ 

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পেছনে বিরোধী দলের নেতৃত্বের দায় দেখেন কিনা সঞ্চালক খালেদ মুহিউদ্দীনের এমন প্রশ্নের জবাবে অলি আহমেদ বলেন, ‘‘আমাদের যে দায়িত্ব ছিল তা আমরা পালন করতে পারি নাই৷ এখানে একদলীয় বাকশাল ও স্বৈরশাসন চলছে৷ সুতরাং কোনো নাগরিকের পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা সম্ভব না৷''


২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি পেয়েই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল বলে মন্তব্য করেন তিনি৷ এলডিপি চেয়ারম্যান বলেন, ‘‘২০১৮ সালে আমরা সবাই নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলাম৷ সচিবালয় থেকে থানা পর্যন্ত সব কিছুতেই আওয়ামী লীগের লোকজন ছিল৷ নির্বাচনের আগের দিন সন্ধ্যায় নির্বাচন শুরু হয়ে রাত তিনটায় শেষ হয়ে গেছে৷''


ড. কামাল হোসেন কে আওয়ামী লীগের ‘বি টিম' বলে মন্তব্য করেন এই প্রবীণ রাজনীতিবিদ৷


আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধু বেঁচে থাকতে এবং মারা যাওয়ার পরেও আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচন করে নাই৷ যে কারণে ২০২৪ সালের নির্বাচনে আর অংশ নেয়ার কোন প্রশ্নই ছিল না৷''


২০২৪ সালে নির্বাচনে না যাওয়া রাজনৈতিকভাবে ভুল হয়েছে কিনা জানতে চাইলে অলি আহমেদ বলেন, ‘‘জনগণের অংশগ্রহণে নির্বাচন হলে ভুল হতো৷ কিন্তু জনগণতো নির্বাচনে অংশগ্রহণ করেনি তাই এটা কোন ভুল সিদ্ধান্ত ছিল না৷''


নির্বাচনের আগের আন্দোলন সফল না হতে পারার কারণ খুঁজতে যেতে অলি আহমেদ বলেন, ‘‘বিএনপির আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জামায়াতে ইসলামী৷ জামায়াত একটি সুসংগঠিত রাজনৈতিক দল৷ জামায়াতকে যেভাবে ব্যবহার করা লাগতো তা বিএনপি পারে নাই৷''


এসএইচ/এআই। সুত্রঃ www.dw.com