৩১ অক্টোবর থেকে টানা তিন দিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির

৩১ অক্টোবর থেকে টানা তিন দিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির

ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবি আদায়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।


বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আজ রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।


অবরোধ কর্মসূচির মধ্যে সড়ক, রেল ও নৌপথ অন্তর্ভুক্ত থাকবে।


রিজভী জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করাসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহাস্রাধিক নেতা-কর্মীদের গ্রেফতার, হত্যা এবং ২৮ অক্টোবর দেশব্যাপী বিএনপির সভা-সমাবেশে করা হামলার প্রতিবাদে সর্বাত্মক অবরোধের কর্মসূচি পালিত হবে।


আজ রোববার সকালের দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসভবন থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গতকাল শনিবার বিএনপির সাথে আওয়ামী লীগ ও পুলিশ বাহিনীর সংঘর্ষের পর তাকে আটক করা হয়।


শনিবার রাজধানীতে মহাসমাবেশ ছিল বিএনপি ও জামায়াতের। শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি নিয়ে আওয়ামী লীগও মাঠে ছিল।


কিন্তু, দুপুর সোয়া দুইটার দিকে পুলিশের রাবার বুলেট, ফ্ল্যাশ গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপে নয়াপল্টনে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ স্থল ত্যাগ করতে বাধ্য হন দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।


এদিন রাজধানীজুড়ে ব্যাপক সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে।


'সমাবেশে পুলিশি হামলা'র প্রতিবাদে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।


শনিবারে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এদিন বিএনপি যেসব ঘটনা ঘটিয়েছে, তার প্রেক্ষিতে মামলা করা শুরু হয়েছে। মামলা চলতে থাকবে।


তিনি বলেন, পুলিশ সদস্যকে হত্যা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হামলা, পুলিশ  হাসপাতালে হামলা, বাস-গাড়িতে অগ্নিসংযোগ, সাংবাদিকদের ওপর হামলা, পুলিশের অস্ত্র  কেড়ে নেওয়াসহ বিভিন্ন ঘটনায় মামলা হবে। ক্ষতিগ্রস্তরা মামলা করবে। পুলিশও মামলা করবে। source :tbsnews.net