২০২২-২৩ অর্থবছর  নয় মাসে ৪ হাজার কোটি ডলারের বেশি পণ্য রফতানি

২০২২-২৩ অর্থবছর নয় মাসে ৪ হাজার কোটি ডলারের বেশি পণ্য রফতানি


বাংলাদেশ থেকে বিশ্ববাজারে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ৪ হাজার ১৭২ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৩ হাজার ৮৬০ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলারের পণ্য। সে হিসেবে পণ্য রফতানি বেড়েছে ৮ দশমিক শূন্য ৭ শতাংশ।


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিয়মিত রফতানি পরিসংখ্যানের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গতকাল প্রকাশিত প্রতিবেদনে ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসের চিত্র উঠে এসেছে। 


অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পাঁচটি পণ্য হলো পোশাক, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য এবং পাট ও পাটজাত পণ্য। পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসে দেশের মোট রফতানির ৯০ শতাংশের বেশি জুড়েই ছিল এ পাঁচ পণ্য।


২০২১-২২ অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পোশাক রফতানি বেড়েছে ১২ দশমিক ১৭ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে ২ দশমিক ৫৬ শতাংশ। তবে পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে ২১ দশমিক ২৩ শতাংশ, কৃষিপণ্যের রফতানি কমেছে ২৮ দশমিক ৩১ শতাংশ এবং হোম টেক্সটাইল পণ্যের রফতানি কমেছে ২৫ দশমিক ৭৩ শতাংশ।


ইপিবি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রফতানি হওয়া পণ্য পোশাক খাতের। মোট রফতানির ৮৪ দশমিক ৪৯ শতাংশই তৈরি পোশাক। নয় মাসে বাংলাদেশ থেকে ৩ হাজার ৫২৫ কোটি ২৪ লাখ ৪০ হাজার ডলারের পোশাক রফতানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৩ হাজার ১৪২ কোটি ৮৪ লাখ ডলারের।

নয় মাসের হিসাবে প্রবৃদ্ধির চিত্র ইতিবাচক হলেও মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে রফতানির নেতিবাচক পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। ইপিবির পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মার্চে ৪৬৪ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। গত বছরের মার্চে রফতানি হয়েছিল ৫০২ কোটি ডলারের পণ্য। সে হিসেবে মার্চে রফতানি কমেছে ২ দশমিক ৪৯ শতাংশ।


সংশ্লিষ্টরা বলছেন, পোশাক পণ্যের রফতানি প্রবৃদ্ধিই পুরো রফতানি খাতের প্রবৃদ্ধি ধরে রেখেছে। 


পোশাক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, গত মাসে নিটওয়্যার রফতানির পরিমাণ ছিল ২০৮ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৩২ শতাংশ বেশি। মার্চে ওভেন পোশাক রফতানি হয়েছে ১৮১ কোটি ডলারের, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬১ শতাংশ কম। মার্চে পোশাকের মোট রফতানি কমেছে ১ দশমিক শূন্য ৪ শতাংশ। 

বিজিএমইএ পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ‘ইপিবি জুলাই-মার্চের ডেটা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, আমরা মোট রফতানি করেছি ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। যেখানে আমাদের নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক শূন্য ৪ শতাংশ। গত বছরের মার্চের সঙ্গে তুলনা করলে। অন্যদিকে ওভেনে আমাদের রফতানি হয়েছে ১ দশমিক ৮১ বিলিয়ন ডলার। নেতিবাচক প্রবৃদ্ধি ৩ দশমিক ৬১ শতাংশ। নিটে হয়েছে ২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের এ মাসে কিছুটা কম রফতানি হয়েছে। আমরা চার বিলিয়ন করে রফতানি করে আসছি কয়েক মাস ধরে। এ মাসেরটা খুব বেশি খারাপ হয়েছে তা না, কারণ আমরা এখনো চার বিলিয়নের কাছাকাছি আছি। আমাদের এভারেজ ঠিকই আছে। আমাদের অর্থনৈতিক মন্দা বা রাজনৈতিক স্থবিরতার যে প্রভাব, সেগুলো কিন্তু আমরা এখন দেখতে পাব। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে খরচ বেড়েছে, মুদ্রাস্ফীতি বেড়েছে, ফলে বাজারে বিক্রি কমে গেছে। এ মুদ্রাস্ফীতির প্রেক্ষাপট তো আসবেই। এখন আমরা ৪ বিলিয়ন ডলারের কথা বলছি। মূলত খরচ বেড়েছে, তাই বিক্রিও বেশি দেখাচ্ছে। আমাদের উৎপাদকদের ৭০-৮০ শতাংশ যে খরচ বেড়েছে, সেটি পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের দেখতে হবে সামনের দিনগুলো কেমন হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।’


সূত্র- বণিক বার্তা