১০ হাজারে দ্রুততম বাবর
স্পোর্টস ডেস্ক:
এলেন, খেললেন। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই জয় করলেন। পাকিস্তান সুপার লিগে গতকাল ৭২ রানের ইনিংস খেলেছেন বাবর আজম। পথ পাড়ির শুরুতে গড়েছেন দুর্দান্ত এক রেকর্ড।
স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের মালিক এখন পাকিস্তানের সাবেক অধিনায়ক। যাতে গুঁড়িয়ে গেছে ক্যারিবিয়ান তারকা গেইলের রেকর্ড। কুড়ি ওভারের ফরম্যাটে ২৭১ ইনিংসে ১০ হাজার রান করেছেন ২৯ বর্ষী ব্যাটার। গেইলের লেগেছিল ২৮৫ ইনিংস। বিশ্বের ১৩তম ও পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই কীর্তি গড়েছেন। দেশটির হয়ে প্রথম রেকর্ডটি শোয়েব মালিকের।
বুধবার ৯ হাজার ৯৯৪ রান নিয়ে পেশোয়ার জালমির জার্সিতে খেলতে নামেন বাবর। রেকর্ড স্পর্শ করতে অপেক্ষা ছিল ৬ রানের। মির হামজাকে কাভার ড্রাইভে চার মারার পরের বলে দুই রান নিয়ে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন। রেকর্ডবুকে লিখে ফেলেন নিজের নামটি। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ডানহাতি এ ব্যাটারের সেঞ্চুরি ১০টি এবং অর্ধশতকের সংখ্যা ৮৩টি।
ফরম্যাটটিতে অবশ্য সর্বোচ্চ রানের মালিক গেইল। ইউনিভার্সাল বস ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করেছেন। তারপরই শোয়েব মালিক। এরপর কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মানরো, জেমস ভিন্স, ডেভিড মিলার ও বাবর আজম।