সীমিত আকারে মাইলস্টোন খুলছে কাল

সীমিত আকারে মাইলস্টোন খুলছে কাল

ঢাকা মর্নিং ডেস্ক :  বিমান দুর্ঘটনায় তিন দফায় ছুটি ঘোষণার পর এবার সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে রাজধানী উত্তরার মাইলস্টোন কলেজ। আগামীকাল রবিবার (৩ আগস্ট) নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজ ক্যাম্পাস খুললেও কোনো পাঠদান কার্যক্রম চালু করা হবে না।

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার (২ আগস্ট) গণমাধ্যমকে জানান, ‘বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস এক হৃদয়বিদারক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন ছাড়া এই মুহূর্তে আমাদের অন্য কোনো অগ্রাধিকার নেই।’

তিনি আরও জানান, ‘ধাপে ধাপে স্বাভাবিক জীবনে ফেরার অংশ হিসেবে আমরা সীমিত পরিসরে কলেজ খুলছি। শিক্ষার্থীরা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সময় কাটিয়ে ধীরে ধীরে মানসিক স্বস্তি ফিরে পাবে, এইটাই আমাদের উদ্দেশ্য। ক্লাস চালু হবে না, তবে ক্যাম্পাসে আসা-যাওয়ার সুযোগ থাকবে।’

শাহ বুলবুল আরও বলেন, ‘আজ শনিবার এবং আগামীকাল রবিবার কলেজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে রয়েছেন, কাউন্সেলিং কার্যক্রম চালু আছে। এমনকি বিমানবাহিনীর পক্ষ থেকেও একটি চিকিৎসা ক্যাম্প চালু রয়েছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।’

তিনি জানান, ‘আমরা চাই, ধাপে ধাপে শিক্ষার্থীরা তাদের হারানো ছন্দে ফিরে আসুক। এই কঠিন সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা।’

প্রসঙ্গত, ২১ জুলাইয়ের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরপরই মাইলস্টোন কলেজ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ ঘোষণায় ২ আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়। তবে এ সময় চালু ছিল প্রশাসনিক কার্যক্রম এবং দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষকদের সহায়তায় একটি কন্ট্রোল রুম।