সাকিবের ফুটওয়্যার ব্র্যান্ড এসএএইচ৭৫-এর যাত্রা শুরু
ক্রিকেটার সাকিব আল হাসান এবং স্টেপ ফুটওয়্যারের যৌথ উদ্যোগে ফুটওয়্যার ব্র্যান্ড এসএএইচ৭৫ যাত্রা শুরু করেছে।
দেশীয় নন-লেদার ফুটওয়্যার সামগ্রী উৎপাদনকারী স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যৌথ উদ্যোগে রোববার (৪ মার্চ) ঢাকার একটি হোটেলে নতুন ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
নতুন এই ব্র্যান্ডের অধীনে স্টেপ ফুটওয়্যার বিভিন্ন ফুটওয়্যার ও অ্যাক্টিভওয়্যার সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে। এসব পণ্য সারা দেশে থাকা স্টেপ ফুটওয়্যারের ৯৫টি শোরুমে পাওয়া যাবে।
অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, 'আমি এক বছর ধরে এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এই ব্র্যান্ড বড় করতে আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের ভালো পরামর্শ এই ব্র্যান্ডের পণ্যের মানোন্নয়নে কাজে লাগবে।'
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, 'আমার সব ধরনের ব্যবসা ভালো লাগে। মাছের ব্যবসা আমাকে অনেক টানে। খেলাধুলা যেহেতু আমার কাজের জায়গা, তাই স্টেপের সঙ্গে যাত্রা শুরু হলো।'
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, 'আমরা এই নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করব। বাকি পণ্য স্থানীয় ও বিদেশি সরবরাহকারীদের থেকে সংগ্রহ করা হবে।
'পণ্যগুলো বিক্রি করা হবে স্টেপের শোরুম থেকে। জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, স্পোর্টসওয়্যার ও অ্যাক্টিভওয়্যারসহ নানা আইটেম পাওয়া যাবে এই ব্র্যান্ডের অধীন।'
'আমরা সাকিব আল হাসানের নতুন ব্র্যান্ড এবং স্টেপ ফুটওয়্যারকে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছি,' বলেন তিনি।
নরসিংদীতে স্টেপ ফুটওয়্যারের তিনটি কারখানা রয়েছে। কোম্পানির কর্মকর্তাদের তথ্যমতে, এই দুটি কারখানায় ট্রলি ব্যাগ ও ব্যাকপ্যাক তৈরি করা হয়, আরেকটি কারখানায় জুতা তৈরির সরঞ্জাম তৈরি করা হয়।
তিনটি কারখানাই বর্তমানে পুরোপুরি উৎপাদনে রয়েছে। সাকিবের সঙ্গে চুক্তির আওতায় শুধু জুতা, স্পোর্টস গিয়ার ও জার্সিসহ নন-লেদার ফুটওয়্যার উৎপাদন করবে জুতা কারখানাটি।সুত্রঃ tbsnews.net