'অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে'
স্টাফ রিপোর্টার, ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত ৫ সাংবাদিকসহ সকল শহীদদের স্মরণে "বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক মাহমুদুর রহমান, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, এম আবদুল্লাহসহ দেশের সকল সাংবাদিক নেতাদের বিরুদ্ধ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
২১ আগস্ট বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন-বিএমএসএফ এর আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমাবেশে সংগঠনের সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজে'র সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলামিন, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সিনিয়রসহ সভাপতি শফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, এম এ মোনায়েম, মোসলেউদ্দিন বাচ্চু প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন, জুলাই আন্দোলনে নিহত ৫ সাংবাদিকসহ গত ১৫ বছরে নিহত সকল সাংবাদিকদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সাংবাদিক মাহমুদুর রহমান, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, এম আবদুল্লাহসহ দেশের সকল সাংবাদিক নেতাদের বিরুদ্ধ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সাংবাদিক নেতারা আরোও বলেন, বিগত ১৫ বছরের নির্বাহী আদেশে বন্ধ সকল মিডিয়া খুলে দিতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে নিহত সকল সাংবাদিক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।