সাংবাদিকতার দায়ে বহিষ্কার করায় চবিসাসের নিন্দা
চবি প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ এবং ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ব্যবস্থার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
১৪ মার্চ (বৃহস্পতিবার)চবিসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান অনিয়ম, দুর্নীতি ও শিক্ষক কর্তৃক নারী শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ নানা ধরনের অপকর্মের বিরুদ্ধে
সংবাদ প্রচার করায় সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয় বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিরা।
তথ্য-উপাত্তসহ সঠিক খবর প্রচার করায় দীর্ঘদিন ধরে সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ মনে করেন, দুর্নীতি ও অনিয়ম ঢেকে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিকদের হেনস্তা ও কন্ঠ রোধ করার চেষ্টা করছে। সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও ব্যবসায়ী মনোভাব বন্ধ হওয়ার আশংকায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ করেন নেতৃবৃন্দ।
চবিসাস সভাপতি ও সেক্রেটারি অবিলম্বে ডিআইইউর ১০ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।