সমুদ্রস্নানে নেমে চবির ২ শিক্ষার্থী নিখোঁজ, ১ জনের মরদেহ উদ্ধার
চবি প্রতিনিধি: কক্সবাজার সমুদ্রসৈকতে স্নান করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী সাগরের স্রোতে ভেসে গেছেন। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
জানা গেছে, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চার শিক্ষার্থী রোববার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে কক্সবাজারে ভ্রমণে যান। তারা চারজনই একসঙ্গে আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের হিমছড়ি বীচে ঘুরতে যান।
সকাল সাড়ে ৯টার দিকে তিনজন শিক্ষার্থী সমুদ্রের পানিতে নামেন। কিন্তু প্রবল স্রোতের কারণে তারা গভীর পানিতে তলিয়ে যান। এ সময় বাকি একজন সমুদ্রে নামেননি বলে তিনি অক্ষত আছেন।
ঘটনার পর স্থানীয়রা এবং উদ্ধারকারী দল দ্রুত অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তবে বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও লাইফগার্ড দল যৌথভাবে অভিযান চালাচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। বলেন,
“আমরা বিষয়টি জেনে গভীরভাবে উদ্বিগ্ন। স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের জন্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।”
এদিকে, শিক্ষার্থীদের মৃত্যুর খবরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা সামাজিক মাধ্যমে তাদের জন্য দোয়া ও নিরাপদে ফিরে আসার প্রার্থনা করছেন।
ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
