অভিভাবকহীন দাগনভূঁইয়া বিএনপি
ফেনী প্রতিনিধি: ফেনী জেলার দাগনভূঞা উপজেলা বিএনপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট। অথচ দীর্ঘদিন যাবত এই ইউনিটটি অনেকটা অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। একদিকে কমিটি মেয়াদ উত্তীর্ণ, অপর দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মৃত্যুবরণ করেছে প্রায় দুই বছর পূর্বে। সভাপতি আকবর হোসেন কারাগারে আছে প্রায় দেড় মাস যাবত। বর্তমানে উপজেলা সংগঠন দেখার কেউ নেই। এ পর্যন্ত সভাপতি-সম্পাদকের অবর্তমানে কাউকে দায়িত্বও দেওয়া হয়নি। বিএনপি'র প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর নিজ এলাকা এটি। তার ছোট ভাই আকবর হোসেন উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আছেন দীর্ঘদিন।
জেলা বিএনপির সুত্র জানিয়েছে, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল এবং ছাগলনাইয়া পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল লতিফ কারাগারে থাকায় গত ১ জানুয়ারি অন্য নেতাদেরকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু দাগনভূঁইয়া উপজেলায় দীর্ঘদিন যাবত সভাপতি ও সাধারণ সম্পাদক এর পদ খালি থাকলেও কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এ নিয়ে তৃণমুল নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ছেন। সাংগঠনিক কর্মকান্ড খুব একটা হচ্ছে না বললেই চলে।
এই নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেককে ক্ষোভ প্রাকাশ করেছে। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেছেন তৃণমূলের যোগ্য ব্যক্তিকে দায়িত্ব না দেয়ার ফলে এখানে দল নির্জীব হয়ে যাচ্ছে। চলমান আন্দোলন সংগ্রামও মুখ থুবড়ে পড়ছে। অথচ দাগনভূইয়া উপজেলা আন্দোলন সংগ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে চিহ্নিত।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান ফেনী জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপন জানান, বর্তমান উপজেলা কমিটি অনেক আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই কর্মীদের দাবি অবিলম্বে এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা হোক অথবা বর্তমান পরিস্থিতিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য জরুরী ভিত্তিতে দলের গুরুত্বপূর্ণ শূণ্য পদ সমূহে উপযুক্ত নেতৃত্বকে দায়িত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার পদক্ষেপ গ্রহণ করা হোক।