লাহোর দিল্লি ঢাকা এক দুই তিন!

লাহোর দিল্লি ঢাকা এক দুই তিন!

বায়ুদূষণে আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে রাজধানী ঢাকা তিন নম্বরে। সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

শীর্ষে থাকা লাহোরের স্কোর ২৩৮ অর্থাৎ সেখানকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ২১২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুব অস্বাস্থ্যকর।

আজ ঢাকার গড় স্কোর ১৮৬ হলেও নগর ও এর আশপাশের কিছু এলাকায় দূষণের পরিমাণ অনেক বেশি। বায়ুদূষণে শীর্ষ পাঁচটি স্থানের মধ্যে আছে বুয়েট সেন্ট্রাল রোড (স্কোর ২৭৯), সাভারের হেমায়েতপুর (২৫৩), ঢাকার মার্কিন দূতাবাস (২৫০), গুলশান বাড্ডা লেক (২২৮) এবং আগাখান একাডেমি (১৯৯)।

ঢাকার বায়ুদূষণের স্থানীয় উৎসগুলোর মধ্যে আছে যানবাহন ও কলকারখানার ধোঁয়া, নির্মাণকাজের দূষণ, আশপাশের ইটভাটার ধোঁয়া ইত্যাদি।সুত্রঃ মানবজমিন