রাজধানীতে হেফাজতে ও ছাত্র মজলিসের বিক্ষোভ আজ
স্টাফ রিপোর্টার: আজ (শুক্রবার) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় প্রেসক্লাব চত্বরে দুপুর দুইটায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে খেলাফত ছাত্র মজলিস।
গণমাধ্যমে পাঠানো আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন দুটো তাদের কর্মসূচির কথা জানায়।
হেফাজতে ইসলামের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, হেফাজত নেতা-কর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, শিক্ষাব্যবস্থা থেকে ফ্রি মিক্সিংসহ ইসলাম বিরোধী পাঠ বাতিল এবং হেফাজতে ইসলামের ১৩ দাবি বাস্তবায়নের দাবীতে এ সমাবেশ পালন করা হবে।
সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দীয় নেতার বক্তব্য দেবেন।
অপরদিকে, বাংলাদেশে খেলাফত ছাত্র মজলিসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমের নি:র্শত মুক্তি ও নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটাধিকারের দাবীতে বিক্ষোভ করবে তারা।
এতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী।
এছাড়া আরোও বক্তব্য রাখবেন জাতীয় যুব জোট ও ছাত্র জোটের নেতৃবৃন্দ।