মাসব্যাপী পদযাত্রার সমাপ্তি ঘোষণা করলো এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাসব্যাপী 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে। আজ বুধবার (৩০ জুলাই) নরসিংদী জেলা শহরের এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ কর্মসূচি।
গত ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুর থেকে শুরু হয়েছিল এ কর্মসূচি, যা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সারাদেশে ছড়িয়ে পড়ে। পদযাত্রার শেষ দিনে সাভারের বাইপাইল এলাকাতেও অংশ নেয় দলটির নেতৃবৃন্দ।
নরসিংদীতে সমাপ্তি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন ছাত্র উপদেষ্টা নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্র চলছে। তারা আমাদের দলের কেউ নন, তবে গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করছেন। তাদের পদত্যাগে বাধ্য করতে একটি চক্র সক্রিয়। এসব ষড়যন্ত্র জনগণকেই রুখে দিতে হবে।’
তিনি আরও জানান, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশ করবে এনসিপি। সেখান থেকেই ঘোষণা করা হবে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’।
এদিন দুপুরে নরসিংদী ক্লাবে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং খোঁজখবর নেন পরিবারের সদস্যদের।
