বিজয় দিবসে ইবিতে নানা আয়োজন

বিজয় দিবসে ইবিতে নানা আয়োজন

ইবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রীতি ভলিবল প্রতিযোগিতাএবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


শনিবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী। 


পতাকা উত্তোলন শেষে সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে প্রশাসন ভবন চত্বর হতে উপাচার্যের নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’র সামনে গিয়ে সমবেত হয়। 


এরপর একে একে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, ইবি থানা পুলিশ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, আবাসিক হল ও বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তবাংলা’য় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 


শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম। 


এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ স্মৃতি ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রাশাসন। 


বেলা সাড়ে ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ভলিবল খেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম। বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে শিক্ষক বনাম কর্মকর্তা, সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী এবং আবাসিক হলগুলোর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর আবাসিক হল সমূহে দুপুরে প্রীতিভোজে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।