মহান বিজয় দিবসে ইবিতে ইসরাইলি পণ্য বয়কটের ডাক

মহান বিজয় দিবসে ইবিতে ইসরাইলি পণ্য বয়কটের ডাক

শাহিন রাজা, ইবি প্রতিনিধি: 

মহান বিজয় দিবসে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। বিজয় দিবসের প্রীতিভোজে ইসরায়েলসহ সকল বৈদেশিক পণ্যের বিকল্প দেশীয় পণ্য ব্যবহারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে প্রভোস্ট কাউন্সিল বরাবর সংসদের সভাপতি ইমানুল সোহান ও সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান সুইট স্বাক্ষরিত এই দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেয়া হয়। 


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নারকীয় হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, ৭০ বছর ধরে একটি জাতিকে কাঠামোগত গণহত্যার মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। জায়নবাদী ইসরায়েল ফিলিস্তিনের সব ধরনের অধিকার ভূলুণ্ঠিত করেছে। এছাড়াও অসলো চুক্তি ভঙ্গ করে গাজায় বিদ্যুৎ, পানি বন্ধ রেখে অবরুদ্ধ জেলখানাতে রুপান্তরিত করা হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করেন তারা। 


স্মারকলিপিতে আরও বলা হয়, ছাত্র ইউনিয়ন সবসময়ই ইসরায়েলের দখলদারিত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামেও ফিলিস্তিনের জনতা বাংলাদেশের পক্ষে নৈতিক অবস্থান নিয়েছিল। তাই এই বিজয়ের মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইসরাইলি পণ্য বয়কটের দাবি জানিয়েছেন তারা। 


বিষয়টি নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান সুইট বলেন, ইসরাইল দীর্ঘ বছর ধরে একটি জাতিকে কাঠামোগত গণহত্যার মাধ্যমে শেষ করে যাচ্ছে। আমাদের স্বাধীনতা সংগ্রামে ফিলিস্তিনিরা আমাদের পক্ষে নৈতিক অবস্থান নিয়েছিল। তাই বিজয়ের মাসে স্বাধীন দেশের নাগরিক হিসেবে ইসরাইলি পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। 


এবিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, স্মারকলিপি এখনও হাতে পাইনি। তবে আমরা ইসরাইলি পণ্য যতটা সম্ভব এড়িয়ে চলার ক্ষেত্রে খুবই সচেতন।  এছাড়া আমরা বিজয় দিবসের প্রীতিভোজে ইসরাইলি পণ্য প্রত্যাখ্যান করে দেশীয় কোমল পানীয় ব্যবহার করেছি।