ভিসি পদের আবেদন করে রাবি অধ্যাপক বললেন সব হয় ‘অন্যভাবে’

ভিসি পদের আবেদন করে রাবি অধ্যাপক বললেন সব হয় ‘অন্যভাবে’

স্টাফ রিপোর্টার: (ঢাকা), অবাক করার মতো বিষয় হলেও এমন ঘটনাই ঘটেছে।  বগুড়া সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে চেয়ে শিক্ষা হতে চেয়ে সচিবের কাছে লিখিত আবেদন করেছেন এক জ্যেষ্ঠ অধ্যাপক।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড এ্গ্রিকালচার এক্সটেনশন বিভাগের এই শিক্ষকের নাম ড. মো: আমিনুল হক।  

শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে লেখা চিঠিতে অধ্যাপক আমিনুল হক নিজের কৃতিত্বের বিবরণ দেয়ার পাশাপাশি বিগত সরকারের সময়ে নিজেকে নির্যাতিত হিসেবে পরিচয় দিয়েছেন।  তিনি লিখেছেন সব যোগ্যতা থাকার পরও তাকে বিভাগীয় সভাপতি হতে দেয়া হয়নি।  

তিনি লিখেছেন, রাবির বিভাগীয় ডিন হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশে বিদেশে নানা ডিগ্রি অর্জনের কথা্ও উল্লেখ করেছেন।  

নিজেকে বগুড়ার ধুনটের অধিবাসী উল্লেখ করে আবেদন তিনি লেখেছেন, উপাচার্য হিসেবে নিয়োগ পেলে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।  

এ বিষয়ে ঢাকা মর্ণিং নিউজের সাথে কথা হয় অধ্যাপক আমিনুল হকের।  তিনি বলেন, ‘সমস্যা নেই এভাবেই সবাই আবেদন করে। ’ গ্রিন সিগন্যাল পেয়েছেন কি না জানতে চাইলে তিনি কিছুটা অভিমানের সুরে তিনি বলেন, ‘এখন কোথা্ও মেধার মূল্যায়ন নেই, সব হয় অন্যভাবে।  এখানেও হয়ত কেউ নিয়োগ পেয়ে যাবে ম্যানেজ করে।’