বিরল রোগে আক্রান্ত ইবি শিক্ষার্থীর মৃত্যু
ইবি প্রতিনিধি:
দূরারোগ্য ব্যাধি ‘উইলসন ডিজিজে’ আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ফারজানা নাসরিন শাবনূর মৃত্যুবরণ করেছেন। শনিবার ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে জরুরী বিভাগে লিভার ফেটে তিনি মারা যান। পরে বাদ মাগরিব জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ফারজানা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের শামসুল বিশ্বাসের বড় কন্যা। তার একটি বোন ও একটি ছোট ভাই আছে।
পারিবারিক ও বিভাগ সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে ৫-৬ মাস আগে ক্যাম্পাস ত্যাগ করেন ফারজানা। আগামী ২২ ফেব্রুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। জ্বর তীব্র হলে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান তার পরিবার। লিভার ফেটে যাওয়ার কারণে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে বিভাগের শিক্ষক ও সহপাঠীরা শোক প্রকাশ করেছেন।